১৯৯২ ইং সনে সাপ্টীবাড়ী, হারাটী, ভাদাই, মহিষখোচা ও ভেলাবাড়ী ইউনিয়নের কয়েকজন নিবেদিত প্রান,শিক্ষানুরাগী ব্যক্তির অক্লান্ত পরিশ্রম আর বিরামহীন প্রচেষ্ঠায় কলেজটির যাত্রা শুরু হয়।তাদের মধ্যে অন্যতম মরহুম আলহাজ্ব রামজান আলী মাস্টার, মরহুম আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, মরহুম আলহাজ্ব আব্দুর রশিদ মাস্টার, মরহুম আলহাজ্ব হারেছ উদ্দিন আহম্মেদ, মরহুম মোহাম্মদ আলী(মতি মহাজন), মরহুম ফজলুল হক মাস্টার, মরহুম মোহাম্ম দ আলী কসাই প্রমুখ।লালমনিরহাট পাটগ্রাম মহাসড়কের পাশে সাপ্টীবাড়ী নামক ছায়া সুশীতলঘেরা এক মনোরম মায়াবী পরিবেশে কলেজটি অবস্থিত। অবস্থানগত কারনে কলেজটি জেলা শহরের উপকন্ঠে অবস্থিত হওয়ায় জেলা শহরের নামকরা সব প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। অত্র কলেজের শিক্ষাদান কার্যক্রম- বর্তমান কলেজটিতে উচ্চমাধ্যমিক স্তরে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা ও স্নাতক (পাশ) স্তরে বি.এ, বি.এস.এস, বি.এস.সি এবং বি.বি.এস কোর্স চালু আছে। বড় আশার কথা যে, উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাশ) শাখা ছাড়াও স্নাতক(সম্মান) পর্যায়ে তিনটি বিষয়ে সম্মান কোর্স চালু আছে। সেগুলো হলো বাংলা, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজকর্ম। আরো আশার খবর হলো কলেজটিতে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত বি.এম.টি কোর্সের ২টি ট্রেড চালু আছে। কলেজটি পরিচালনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ১১ সদস্য বিশিষ্ট একটি সুদক্ষ কমিটি আছে। নিয়মিত অধ্যক্ষ , উপাধ্যক্ষ ছাড়াও পাঠদানের জন্য একঝাক দক্ষ, উদ্দোমী ও প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষক রয়েছে। কলেজের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার জন্য একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ ও ৬ টি টিনশেড ভবন ছাড়াও একটি ৪ তলা একাডেমিক ভবন আছে।কলেজটির সকল শাখায় প্রতি বছর ছাত্র-ছাত্রীরা ভাল ফলাফল অর্জন করে এবং বিগত দুই বছরে দেশের নামকরা বিশ্ববিদ্যালয় সহ সরকারী মেডিকেল কলেজে পড়ার সৌভাগ্য অর্জন করেছ।